ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বৃহত্তম আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ১২টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।

রেন্টাল ও গ্যাস ইঞ্জিনের দুটিসহ ৫ ইউনিটে আংশিক উৎপাদন শুরু হয় শনিবার রাত সাড়ে ৭টার দিকে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের কারিগরী বিভাগের পরিচালক সাজ্জাদুর রহমান জানান, ‘রেন্টাল ও গ্যাস ইঞ্জিনসহ পাঁচটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। তবে শতভাগ উৎপাদন হচ্ছে না। ২৫ থেকে ৫০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের রেন্টালসহ ১২টি ইউনিটের মধ্যে ৯টি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে বাকি তিনটিতেও উৎপাদন বন্ধ হয়ে যায়। এর পর চার ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট উৎপাদন শুরু করলেও আধা ঘণ্টা পর তা বন্ধ হয়ে যায়।

(ওএস/অ/নভেম্বের ০১, ২০১৪)