আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলের বিভিন্ন পয়েন্টে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি অবৈধ ড্রেজার উচ্ছেদসহ ৪টি মামলায় ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ এই মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড করেন। বির্স্তীণ আড়িয়ল বিলের শ্রীনগরের ষোলঘর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’র আওতায় ৪টি ড্রেজারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ৭টি অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদ করার পাশাপাশি অপর একটি মামলায় সড়ক পরিবহন আইনের আওতায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বলেন, আড়িয়ল বিলসহ উপজেলার সর্বত্র মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(এএম/এসপি/আগস্ট ২৩, ২০২৩)