মাগুরা প্রতিনিধি :‘লড়ছে যুব লড়বেই,সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরায় আজ শনিবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শহরের পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এমএস আকবর এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবর রহমানের, পুলিশ সুপার জিহাদুল কবির, সিভিল সার্জন সুনীল চন্দ্র রায়, এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে প্রমুখ।

শালিখা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।

যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম আলী বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তাহমিনা খাতুন প্রমুখ। আলোচনা সভাশেষে উপজেলার ৮৭ যুবক-যুবতীকে ১২ লাখ ১০ হাজার টাকার যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

(ডিসি/এসসি/নবেম্বর০২,২০১৪)