পাথরঘাটা প্রতিনিধি : ব্যর্থ নির্বাচন কমিশন কাজী আব্দুল আউয়াল এর পদত্যাগ, জাতীয় সরকার গঠন ও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অংশ না নেয়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া।

আজ শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

পাথরঘাটা শহরের উপকন্ঠে অবস্থিত কেএম মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নিচ তলায় অনুষ্ঠিত সম্মেলনে কয়েক'শ তৃণমূল প্রতিনিধি অংশগ্রহণ করেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা কর্তৃক তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।

পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি ডাঃ মাওঃ এম এস সোহাগ বাদশার সভাপতিত্বের সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা সভাপতি অধ্যক্ষ মুফতি ওমর ফারুক জিহাদী, সহ-সভাপতি মাওঃ মোঃ জালাল উদ্দিন কারিমি, সেক্রেটারি মাওঃ মোঃ আবদুস শাকুর, বরগুনা-২ হাতপাখা মার্কা প্রতীকের সম্ভব্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা, জেলা মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওঃ মোঃ মুছাদ্দিক বিল্লাহ আল-মা'য়াজ, জেলা স্বাস্থ বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউল হোসেন,সেকেটারি মোঃ মোখলেসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ শাহ আলম মুন্সি, ক্বারি মোঃ আঃ হক, ক্বারি মোঃ সাইফুল ইসলাম, হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, মাওঃ মোঃ মনির হোসেন, মোঃ মনির হোসেন, মাওঃ মোঃ রফিকুল ইসলাম, মাওঃ মোঃ আঃ রহিম, মোঃ শওকাতুল আলম রিয়াদ, ছাত্রনেতা মোঃ জামাল হোসেন, মোঃ শহীদুল ইসলাম, মোঃ জাকির হোসেন প্রমুখ।

(এটি/এসপি/আগস্ট ২৫, ২০২৩)