আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : রানীসংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে সরকারি ব্যাংক স্থাপন করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। এডভোকেট মেহেদি হাসানের করা রিট পিটিশনের পেক্ষিতে গত বৃহস্পতিবার  হাইকোর্ট এ নির্দেশ দেন।

ধর্মগড় ইউনিয়নে সরকারি ব্যাংকের শাখা অথবা উপশাখা স্থাপনের জন্য সরকারি ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে এডভোকেট মেহেদি হাসান জনস্বার্থে রীট পিটিশন দায়ের করেন এবং শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট বিভাগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যাবস্থাপককে কে দাখিলকৃত রিপ্রেজেন্টেশন নিষ্পত্তির নির্দেশনা (Direction) দেন। একই সাথে "বিআরপিডি (BRPD) সার্কুলার অনুযায়ী ধর্মগড় ইউনিয়নে সরকারি ব্যাংকের শাখা অথবা উপশাখা স্থাপনের জন্য সরকারি ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনায় " নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না" মর্মে রুল (Rule) ইস্যু করেন।

উল্লেখ্য যে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শহর থেকে ধর্মগড় ইউনিয়নের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এই ইউনিয়নে “কাউন্সিল বাজার" নামে একটি বাজার রয়েছে যেটি দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু হিসেবে সুপরিচিত। এই " কাউন্সিল বাজার" আশেপাশের ইউনিয়ন ও থানার মধ্যে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ও পরিধি বাড়িয়েছে। এই বাজারটিকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে ধর্মগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়, ডি কে কলেজ, ২টি মাদ্রাসা, ২টি উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, ২টি কিন্ডার গার্টেন স্কুল, ১টি জামে মসজিদ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র এবং প্রায় ৩০০ (তিন শতাধিক দোকান/ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি এই ইউনিয়নে সার ডিলার অফিস, কৃষি তথ্য সার্ভিস, ভূমি বিষয়ক তথ্য প্রদান অফিস, ইউনিসেফ জিওবি প্রজেক্ট (স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন), মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান রয়েছে।

এ ইউনিয়নে আম, লিচু ও অন্যান্য মৌসুমি ফলসহ ধান, গম, ভুট্টা, শস্যদানা ইত্যাদি প্রচুর পরিমানে উৎপাদিত হয় এবং উক্ত পণ্য সমূহ এই কাউন্সিল বাজার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করন করা হয় ফলে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোকজন এখানে ব্যবসা করতে আসেন এবং লোকজনের সমাগম ঘটে বিধায় লক্ষ লক্ষ টাকার আর্থিক লেনদেন প্রতিদিন সম্পন্ন হয়। বাজারের ব্যবসায়ীদের ব্যাবসায়িক কার্যক্রমের টাকা উত্তোলন ও জমা প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকের কোনো শাখা-উপশাখা না থাকার ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের কে টাকা উত্তোলন ও জমা প্রদানের জন্য অর্থাৎ ব্যাংকিং সেবা গ্রহণের জন্য প্রায় ২০ কি. মি. দূরে অবস্থিত উপজেলা শহরে যেতে হয়। যাহার দরুন, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের অর্থ ও সময়ের অপচয় সহ বিভিন্ন দুর্ভোগ, হয়রানি ও ভোগান্তির শিকার পোহাতে হয়। অপরদিকে সরকারি ব্যাংক না থাকায় অনেকে চড়া সুদে ঋণ নিয়ে হয়রানি পর্যন্ত স্বীকার হন।

এরূপ পরিস্থিতে ব্যবসায়ী, দোকানদার, সরবরাহকারী ও শিক্ষা-প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ১ নং ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে যেকোন বাণিজ্যিক ব্যাংকের শাখা উপশাখা স্থাপনের জন্য প্রয়োজনীয় কাগজাদি সহ সংশ্লিষ্ট সকলকে ফাইল প্রেরণ করা হলেও কাজ শুরু না হওয়ার কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করে শুনানি করা হয়।

কাজটি এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভাবে সহযোগীতা করেছে নুসরাত জাহান নিসি।

(এআই/এসপি/আগস্ট ২৫, ২০২৩)