শেরপুর (বগুড়া)প্রতিনিধি :  বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠের কাটা ধান গোলায় ভরতে শুরু করেছে কৃষকেরা।

জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে বরেন্দ্র এলাকা খ্যাত কুসুম্বী, বিশালপুর, মির্জাপুর,ভবানীপুর ও গাড়ীদহ ইউনিয়নে এসব আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। উপজেলা জুড়ে ধান কাটা শুরু হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলা সাড়ে ২১ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার হেক্টর বেশি।

এর মধ্যে শতকরা ৪০ ভাগ জমিতে ব্রি ধান ৪৯, ২০ ভাগ জমিতে বিনা-৭ লাগানো হয়েছে। অবশিষ্ট জমিতে ব্রি ধান ৬২ সহ নানা জাতের ধান লাগানো হয়েছে। এর মধ্যে বিনা-৭ জাতের ধান ইতিমধ্যে কাটা শুরু হয়েছে।

উপজেলার আমইন, কেল্লা, বানিয়া গোন্দাইল গ্রামের কৃষকের সাথে আলাপকালে জানা গেছে, বিনা-৭ জাতের ধানের ফলন বিঘা প্রতি ১৪ থেকে ১৬ মন করে হচ্ছে।

মাঠ থেকে ধান কেটে এখন কৃষকেরা তার বাড়িতে নিয়ে কাটা মাড়াইয়ে ব্যস্ত। একাজে কৃষাণীরাও বসে নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, এ বছর কৃষি বিভাগ থেকে নজরদারী করায় এবং প্রাকৃতিক কোন দুযোর্গ না থাকায় বাম্পার ফলনের আশা করা হচ্ছে।

(এনএএম/এসসি/নবেম্বর০২,২০১৪)