মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের মৌলভী জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮- তম  শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় শেষ হয়েছে। গতকাল শুক্রবার  সকাল থেকে বিকাল পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসাক দ্বারা দরিদ্র মানুষের মধ্যে এ সেবা দেওয়া হয়েছে। 

উক্ত সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, আওয়ামীলীগ মাগুরা জেলা শাখার উপদেষ্টা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম ডি গোলজার আহম্মেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ হারুন অর রশীদ, প্রধান শিক্ষক এস কে নুরুজ্জামান, এক পেট আহার এর নির্বাহী পরিচালক সোহেল সবুজ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

দরিদ্র মানুষের সেবা প্রধান ও রক্তের গ্রুপ নির্ণয়ে বাংলাদেশ, ভারত, নেপাল দেশের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক গন শত শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন বলে জানা গেছে।

(বিএস/এসপি/আগস্ট ২৬, ২০২৩)