শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে মোবাইল কোর্টের অভিযানে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। এসময় এক ড্রেজার মালিক ও কর্মচারীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। তার কোর্ট কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাগবাড়ি এলাকায় কৃষিজমি থেকে মাটি উত্তোলন করার সময় ড্রেজার উচ্ছেদ করে পাইপ বিনষ্ট করে দেয়। এ সময় ড্রেজার মালিক উপজেলা যুবলীগ নেতা হাসিম আলী আমিন হাওলাদার ও এক কর্মচারীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে কুকুটিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে বালু ফেলে ড্রেজারের মাধ্যমে অন্যত্র নেওয়ার সময় ড্রেজারটি নষ্ট করে দেয় মোবাইল কোর্ট। দুপুরে ২ টার দিকে পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপর একটি ড্রেজার উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, উপজেলাব্যাপী অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

(এমআর/এএস/আগস্ট ২৬, ২০২৩)