ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গৌরিপুরের ভবানিপুরে চট্টগ্রাম মেইল ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এসময় ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তিন রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সকাল ৮টার দিকে রেলের লেবেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক পরিদর্শক (বাণিজ্যিক ট্রাফিক) সাজ্জাদ হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী চট্টগাম মেইল ট্রেনটি সকাল আটটার দিকে ভবানিপুর রেলের লেবেল ক্রসিংয়ে আসলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রেনটি ট্রাকটিকে টেনে হেচড়ে প্রায় ২০০মিটার দূরে নিয়ে যায়।

তিনি জানান, এতে ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম, ময়মনসিংহ-মহোনগঞ্জ এবং ময়মনসিংহ-জারিয়া এ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

(ওএস/অ/নভেম্বর ০২, ২০১৪)