স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের সকল ব্যাংকের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার মো: আজিম-উল-আহসানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মিঠুন কুমার কুণ্ডু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিনসহ সরকারি-বেসরকারী দপ্তরের সকল ব্যাংকের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, মানিলন্ডারিং,স্মাগলিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং এবং যেকোন নাশকতামূলক কর্মকান্ড রোধে ব্যাংক কর্মকর্তাদের ব্যাপক ভূমিকা রয়েছে।

গ্রাহককে জানা(কেওয়াইসি),অস্বাভাবিক লেনদেন (সিসিটিআর এবং এসটিআর) এ নজরদারি বাড়ানো, জঙ্গি অর্থায়নের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখার ক্ষেত্রে আরো পেশাদারিত্ব দেখানো এবং পুলিশের সাথে সমন্বয় রেখে ব্যাংক কর্মকর্তাদের কাজ করে যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

(একে/এসপি/আগস্ট ২৭, ২০২৩)