অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আব্দুল মতিন এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত মনছুর আলি মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের মৃত নেপাল মন্ডলের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে আদালতের এপিপি অ্যাডভোকেট অজিত কুমার বিশ্বাস বলেন, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর গরু কেনার জন্য মনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম একটি এনজিও থেকে ঋণের টাকা উত্তোলন করেন। বাড়ি ফিরলে সেই টাকা তাঁর স্বামী নিতে চান। মরিয়ম বেগম টাকা দিতে অস্বীকার করেন।

এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মনছুর আলী হাসুয়া দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ঐ বছরের ৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।

(একে/এসপি/আগস্ট ২৮, ২০২৩)