স্টাফ রিপোর্টার, গাজীপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রঙ্গনে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ আগষ্ট) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের আয়োজনে ও বাংলাদেশ ছাত্রলীগ, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ শাখার তত্ত্বাবধানে উক্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচীতে বিশেযজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রজেক্ট ডিরেক্টর ডা.মনিরুজ্জামান, হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম, ডেন্টাল বিভাগের প্রধান ডা. মোঃ সবুর খান, সাচিব গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. সেলিম শাহিন, সিনিয়র কনসালটেন্ট এনেসেশিয়া ডা. রাসেদুজ্জামান, ডা. কে এম শাহিন রেজা, সভাপতি (সাদেচিপ) ডা. কামরুল করিম, ডা.আল-আমিন প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসা পত্র, ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তে সুগার নির্ণয় করা হয়েছে।

(এস/এসপি/আগস্ট ২৯, ২০২৩)