মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছিয়া খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকার লাল চাঁদ আলীর স্ত্রী।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টায় ওই নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ওই নারী ডেঙ্গু জ্বরসহ অন্যান্য রোগে ভুগছিলেন।
হাসপাতালের দেওয়া তথ্য মতে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। সেখানেই তারা চিকিৎসাধীন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা.এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, এ জেলায় প্রতিদিনই ডেঙ্গ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মশা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।

(এমএজে/এএস/আগস্ট ৩০, ২০২৩)