স্টাফ রিপোর্টার : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর ফাঁসির আদেশে আনন্দমিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সমানে থেকে রবিবার সকাল সাড়ে ১০টায় দলটির মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে তারা এ মিছিল বের করে।

মিছিলের পূর্ব মুহূর্তে ইমরান এইচ সরকার সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করে এ রায়কে স্বাগত জানান।

একই সময়ে গণজাগরণ মঞ্চের অপর এক অংশের সংগঠক কামাল পাসার নেতৃত্বে আনন্দমিছিল বের হয়েছে।


(ওএস/এইচআর/নভেম্বর ০২, ২০১৪)