ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার বিকাল পাচঁটার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সিহাব মিয়া (১৭)। সে ভৈরব উপজেলার শ্রীনগর দক্ষিণ পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শফিক মিয়ার একমাত্র ছেলে। নিহত সিহাব ভৈরব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে তিনটার দিকে সিহাব তার বন্ধু রাজন (১৭)কে সাথে নিয়ে ঘুড়তে বের হয়। বিকাল পাঁচটায় কুলিয়ারচর উপজেলার ছয়সূতি নোয়াগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ একটি বাচ্চা রাস্তা পারাপারের সময় সিহাব হঠাৎ ব্রেক করে। এসময় সিহাব ও তার বন্ধু রাজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। তারা দু’জনই ঘটনাস্থলে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা সিহাব ও তার বন্ধু রাজনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সিহাবের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজন হাসপাতালেই ভর্তি আছে। স্বজনরা সিহাবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের চাচা রাশিদুজ্জামান শাফিক বলেন, আমার ভাতিজা সিহাব নতুন মোটরসাইকেল শিখেছে। কারো গাড়ির চাবি পেলে সে চালাতে চাই। আজও তার বন্ধু রাজনের সাথে মোটরসাইকেল নিয়ে বের হয়েছে। সিহাব কিছু দিনের ভিতর তার বাবা প্রবাসী শফিক মিয়ার কাছে মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ সে দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে।

ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, দুর্ঘটনায় মৃত্যুর কোন খবর পাইনি। খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এমএ/এসপি/আগস্ট ৩১, ২০২৩)