অমল তালুকদার, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটা মুন্সীর হাট এলাকা থেকে  বি আর টি সি-খুলনা মেট্রো-হ ১৫ ৫৬ ৮৪  পরিবহন এর বাঙ্কার থেকে এক বস্তা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। কোস্টগার্ড দক্ষিন জোনের ষ্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী খবরের সত্যতা নিশ্চিত করেন।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কালিবাড়ী (মুন্সিরহাট ব্রিজ সংলগ্ন) এলাকা থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কোস্টগার্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা টু খুলনা রুটের বিআরটিসি বাসের বাঙ্কার থেকে বস্তায় মোড়ানো ৬টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিদেশি মদসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ মমিনুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

এঘটনার পরে শুক্রবার বিকেল আড়াই টার দিকে প্রেসব্রিফিং করে সাংবাদিককের এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড। এর আগে বেলা ১১ টার দিকে খুলনা থেকে পাথরঘাটার উদ্যেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাস মুন্সিরহাট এলাকা থেকে আটক করা হয়। আটক শেখ মমিনুল ইসলাম (৩২) সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরাভাঙ্গা গ্রামের মৃত শেখ আনসারুল্লাহ আজাদের ছেলে।

আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে,এয়ারগান নিউ ডাইনা-৩৫ মডেলের ৫ টি, মেকানাইজ বিদেশি পিস্তল নাইন এমএম ১টি, ৫ রাউন্ড তাজা গুলি, ১ বোতল বিদেশি মদসহ নগদ ৩৫০ টাকা। নিজের ব্যবহৃত অনন্য সামগ্রী।

পাথরঘাটা দক্ষিণ জোন কোস্টগার্ড অফিসে যোগাযোগ করা হলে, দক্ষিন জোনের ষ্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী জানান,আটককৃত ব্যক্তি খুলনা থেকে পাথরঘাটা আসে এখান থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এই অস্ত্রের চালান নিয়ে যাবে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়।

লেফটেন্যান্ট মেহেদী আরও জানান, অভিযুক্ত কে পাথরঘাটা থানায় হস্তান্তর করে আমরা যথাযথ নিয়ম মেনে তার বিরুদ্ধে মামলা দায়ের করব এবং মূল তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন করব।

(এটি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৩)