অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : প্রতি বছরের মতো এবারও ঝিনাইদহ জেলা তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল লিমিটেডের ২০২৩-২৪ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

আখের বীজ জমিতে রোপণ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের মাঠে আখ চাষি মুনতাজ আলীর জমিতে উন্নত জাতের আখের বীজ রোপণের মধ্য দিয়ে এ বছরের আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান (টিএস) ড. জেবুন নাহার ফেরদৌস, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম, মোচিকের কৃষি বিভাগের জেনারেল ম্যানেজার গৌতম কুমার মণ্ডল, জিএম (ফ্যাক্টরি) পুলক কুমার সরকার, জিএম (অর্থ) জাহিদুল ইসলাম, ডিজিএম তানজিমুল ইসলাম, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মোবারকগঞ্জ চিনিকলের বিভিন্ন ইউনিটে মিলের বিভাগীয় মহা-ব্যবস্থাপক, শাখা প্রধান, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় দুলাল মুন্দিয়া ও দয়াপুর গ্রামের প্রায় শতাধিক আখ চাষি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(একে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৩)