মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বিএনপি'র ৪৫ -তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে বাধা দেওয়াকে  কেন্দ্র করে পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় ১৫ শ নেতা কর্মীর নামে মহম্মদপুর থানায়  মামলা হয়েছে।

এ মামলায় ১০১ জনের নাম উল্লেখ করে এবং ১৪০০ শ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত শুক্রবার বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং ৩টি মটরসাইকেল ভাংচুর এবং সংঘর্ষ চলাকালীন সময়ে বিএনপি নেতা-কর্মীদের হাতে থানার পরিদর্শক তদন্তসহ ৫ পুলিশ অফিসার একজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মহম্মদপুর থানায় ১৫ শ নেতা-কর্মীকে আসামি করে শনিবার সকালে মামলা হয়েছে। আসামিদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পুলিশ এজাহার নামীয় ৫ আসামিকে আটক করেছে। এদিকে পুলিশের হাতে আটকের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে অনেক নেতা কর্মী ।

মহম্মদপুর থানার পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সদস্য সচিব আক্তারুজ্জামান এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলাম খাঁন বাচ্চুর নেতৃত্বে আমিনুর রহমান কলেজ এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরে প্রবেশ করলে পুলিশের বাধার সম্মুখিন হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে নেতা-কর্মীরা পুলিশের উপর চড়াও হয় হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় বিএনপির নেতা-কর্মীরা কর্তব্যরত পুলিশের উপর লাঠি সোটা এবং ইট পাটকেল নিক্ষেপ করে। থানা পুলিশের পরিদর্শক তদন্ত মুন্সি রাসেল হোসেন এস আই তারেক, এএসআই ফারুক, এএসআই আজিবর, পুলিশ সদস্য হাফিজুর রহমান, সুজায়েদ গুরুতর আহত হলে তাদের কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ সময় পুলিশের একটি ভ্যান গাড়ি এবং তিনটি মটরসাইকেল ভাংচুর করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। আহত পুলিশ কর্মকর্তাদের উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয় । বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় শনিবার সকালে দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে থানার এস আই মো. জান্নাতুল ফেরদৌস বাদশা বাদী হয়ে মামলা দায়ের করেন, মামলা নং ০২ তাং ০২/০৯/২০২৩ইং। ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৫৩/৩৩২/৩০৭/ ৪২৭/৪১৪।

(বিএসআর/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৩)