স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ইসকন নামের হিন্দু সম্প্রদায়ের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ পূর্বাচল উপশহর এলাকার স্থানীয় আদিবাসী সনাতন ধর্মাবলম্বীরা।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে শহীদ ময়েজউদ্দিন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বড়কাউ শ্রী শ্রী সার্বজনিন দূর্গা মন্দির কমিটি ও স্থানীয় আদিবাসী সনাতন ধর্মাবলম্বী কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কালাচাঁন বিশ্বাস, সাধারণ সম্পাদক সুকমল বিশ্বাস, নকুল কুমার বিশ্বাস, শংকর বিশ্বা, শুভ বিশ্বাস ও মিঠুন বিশ্বাস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পূর্বাচল উপশহর ২৬ নম্বর সেক্টরের ২০১ নম্বর রোডের ৯ নম্বর প্লটের ৭৪ কাঠা জমি রাজউক কর্তৃক স্থানীয় আদিবাসি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। কিন্তু ওই জমিটি ইসকন নামের হিন্দু সম্প্রদায়ের আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান জোড়পূর্বক দখলে নেওয়ার পায়তারা করছে।

বক্তারা আরো বলেন, ইসকন নামের ওই প্রতিষ্ঠানের সাথে আমাদের স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নিয়ম নীতির কোন মিল নেই। তাই ওই জমিতে ইসকন প্রতিষ্ঠিত হলে আমরা স্থানীয় আদিবাসি সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় প্রধান উৎসব দূর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, স্বরস্বতি পূজাসহ আরো অনেক পূর্জা অর্চনা পালন করা থেকে বঞ্চিত হব।

পরে তারা রাজউক কর্তৃক নির্ধারিত ওই জমিটি স্থানীয় আদিবাসি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনার জন্য শ্রী শ্রী সার্বজনিন দূর্গা মন্দির কমিটির নামে বরাদ্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, আবেদন পেযে়ছি। বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৩)