চাটমোহর (পাবনা) প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে জামায়াতের ডাকা দ্বিতীয়দফার হরতালে মাঠে দেখা যাচ্ছে না জামায়াত-শিবির নেতাকর্মীদের। অনেকটা নিরুত্তাপভাবে চলছে হরতাল। এদিকে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জামায়াতকর্মীসহ মোট ৪৫ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার হরতালে পাবনা থেকে দুরপাল্লা ও আভ্যন্তরীন রুটে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। শহর ও শহরের বাইরের মহাসড়কগুলোতে অটোবাইক, সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশাসহ হালকা যান চলাচল করছে। আইনশৃংখলা রক্ষায় পাবনার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। রয়েছে র‌্যাব, পুলিশ, বিজিবির টহল। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এদিকে শনিবার রাতে জেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ১৫ নেতাকর্মীসহ মোট ৪৫ জনকে আটক করেছে পুলিশ।


পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন জানান, শনিবার রাতে জেলার এগারোটি থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৪৫ জনকে আটক করা হয়।

(এসএইচএম/এএস/নভেম্বর ০২, ২০১৪)