শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ১৩জন জুয়াড়ি ও ওয়ারেন্ট ভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাধুরপাড়া ইউনিয়নে শান্তিনগর গ্রামে জুয়া খেলার অবস্থায় ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি বটতলা গ্রামের মৃত হাকিম উদ্দিন পুত্র মোতালেব (৪২), একই গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র অহিজল (৫৫), মৃত ফরহাদ আলীর পুত্র নূর ইসলাম (৬০), মৌলভী মিয়া পুত্র তারা মিয়া (২৫), কফিল উদ্দিনের পুত্র নূরনবী (২০), মৃত ডাইবর মিয়ার পুত্র মোঃ দুলাল সরকার (৪৫), মৃত সোহাবার হাজী পুত্র রমজান খান(৩৮), পূর্ব কামালের বার্ত্তী গ্রামের শরাফত আলীর পুত্র মোঃ আলাউদ্দিন (৩৮), সাধুরপাড়া মোল্লাহ পাড়া গ্রামের তাজুল ইসরামের পুত্র মোঃ মিজানুর রহমান মিজান (৩৫),আইরমারি সরকার পাড়া গ্রামের মোঃ বাক্কি সরকারের পুত্র মোঃ শরিফ (২৮), মালির চর তকির পাড়া গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র দুলাল মিয়া (৫৯), জয়মত আলীর পুত্র মহর উদ্দিন (৩৩), শেরপুর জেলার কুরুলিয়া কান্দা এলাকার হান্নান মিয়ার পুত্র মোঃ সুজন (৩৫)।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা দৈনিক অধিকারকে জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত ১৩ জুয়াড়ি ও ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে আজ সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

(এসপি/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৩)