মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ৪ জন ডাকাতকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপণ সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ টহলদল অভিযান চালিয়ে রাজৈর উপজেলার দ্বারাদিয়া এলাকার রাস্তার পাশে একটি মেহগনি বাগানে বসে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ৪ ডাকাতদের আটক করা হয়।

আটকরা হলেন শামীম চৌকিদার (৩২), সবুজ শেখ (৩৫), সিরাজ মোল্লা (৩৮) ও ইসলাম শেখ (৪০)। এদের সবাই বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর ও মাদারীপুরের রাজৈর থানায়।

পুলিশ জানায়, ডাকাতদের কাছ থেকে ও তাদের দেয়া তথ্যেমতে একটি রাম দা, একটি লোহার তৈরি শাবল, দুইটি সেলাই রেঞ্জ, একটি লোহার তৈরি কাটার, একটি লোহার তৈরি দা, ডাকাতদের বহনকারী সবুজ রঙের একটি ইজিবাইক যার সিটের নিচে টুল বক্সের মধ্যে ২টি স্ক্রু ড্রাইভার, ২টি প্লাস উদ্ধার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা বলেন, আসামীরা আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন বাড়ি, বড় বড় দোকানের তালা কেঁটে মালামাল লুট করে।

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৩)