মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের দুই শীর্ষ নেতাসহ পাঁচ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হারুনুর রশীদ চৌধুরীসহ থানা পুলিশের একাধিক কর্মকর্তা। এর আগে জেলা পুলিশের পক্ষ থেকেও গণমাধ্যমকর্মীদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর গ্রামে জাকির হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী ও জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ পাঁচ নেতাকে আটক করে পুলিশ।

আটক অন্য নেতারা হলেন, সদর উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোরশেদ চৌধুরী ও জেলা জামায়াতের সদস্য শেখ শাহাবুদ্দিন।

আটক পাঁচ জামায়াত নেতাসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন রাসেল।

তিনি জানান, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

(একে/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৩)