অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুর নেহার, কুলফাডাঙ্গা গ্রামের মসলেম মন্ডলের ছেলে আজিম মন্ডল, করাতিপাড়া গ্রামের স্ত্রী জাহানারা বেগম, কালীগঞ্জের রাকরা গ্রামের আব্দুল জলিলের মেয়ে রুহানী আক্তার শিলা। গেল শুক্রবার রাতে সদর ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সেসময় আটককৃতদের কাছ থেকে ৫৯ হাজার টাকা উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলায় নারী-পুরুষের একটি চক্র বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করতো। পরে তাদেরকে ব্লাকমেইল করে অর্থ আদায় করে আসছিল।

এ চক্র গত কয়েকদিন আগে সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের হারুন অর রশিদের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়। পরে মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর নেহার ও সাবেক ইউপি তার সদস্য জাহানারা বেগম তার কাছে ১লাখ ১৯হাজার টাকা দাবী করে। এরমধ্যে ৫৯ হাজার টাকা আদায় করে নেয় ওই চক্র। পরবর্তীতে আরও টাকা দাবি করলে তিনি জেলা পুলিশ সুপার আজিম-উল আহসানের কাছে লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে উপ-পরিদর্শক আবু সায়েমের নেতৃত্বে শুক্রবার রাতে ঝিনাইদহের বিষয়খালী ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

(একে/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৩)