মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের বাসিন্দা বকুলুর রহমান (৪০) নামে এক সেনা সদস্য গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে ওই গ্রামের  মৃত মতিয়ার রহমানের ছেলে। এ ব্যাপারে নিখোঁজ সেনা সদস্যের স্ত্রী রাজিয়া খাতুন শ্রীপুর থানায় একটি ডায়রী করেছেন।

ডায়রীতে তিনি উল্লেখ করেছেন, তার স্বামী সেনা সদস্য বকুলুর রহমান ঢাকা ক্যান্টনমেন্টের হেটকোয়াটারের রেকর্ড বিভাগে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিল। সে ৪ দিনের ছুটিতে বাড়িতে আসে। প্রমোশন সংক্রান্ত বিষয় নিয়ে এইচ এসসির সার্টিফিকেট তুলতে গত ২৯ অক্টোবর তার স্বামী মাগুরা থেকে যশোর শিক্ষা বোর্ডের উদ্দেশে যাত্রা করে আর ফিরে আসে নাই।

নিখোঁজ সেনা সদস্যের স্ত্রী রাজিয়া খাতুনের ধারনা তিনি সন্ত্রাসীদের দ্বারা অপহরণের শিকার হয়েছেন। তিনি বলেন, তাদের রুকসানা(১৪) ও ফারজানা (১০) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী নিখোঁজ থাকায় ২টি সন্তান নিয়ে উৎকন্ঠায় দিন দিন কাটাচ্ছেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন জানান, নিখোঁজ সেনা সদস্য বকুলুর রহমানকে খুঁজে পেতে ব্যাপক তৎপরতা চলছে।

(ডিসি/এএস/নভেম্বর ০২, ২০১৪)