মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে মিরাজ হোসেন মোল্যা (১৮) নামের মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মোকলেস হোসেন মোল্লার পুত্র। নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক সাব্বির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

জানা গেছে, আজ শনিবার সকাল ১১ টার দিকে মহম্মদপুরের রাজাপুর পল্লী বিদ্যুৎএর সাব স্টেশনের সামনে নহাটা-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত সাব্বির একই গ্রামের মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওঃ আব্দুস শুকুর এর পুত্র।

স্থানীয়রা জানান, শনিবার মিরাজ ও সাব্বির মোটরসাইকেলে করে মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজাপুর-নহাটা সড়কের রাজাপুর পল্লী বিদ্যুৎ এর সাবষ্টেশনের সামনে সড়কে পৌঁছালে একটি মাল বোঝাই ব্যাটারি চালিত অটো ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ২ জন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মিরাজ হোসেন মোল্লার মৃত্যু হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মোটরসাইকেল চালক আহত সাব্বিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, মিরাজ হোসেন মোল্লা নামের এক কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনা জানতে পেরে আমি পুলিশের একটি টিম পাঠিয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন দিন রয়েছে। ব্যাটারি চালিত অটো ভ্যানটি পালিয়েছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৩)