মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারী গ্রামে রবিবার সকালে বাড়ির জায়গার মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে কুলসুম বেগম (৬০) মারা যায়। এছাড়াও উভয় পক্ষের আরো ২০জন আহত হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, আহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের পশ্চিম মহিষমারী গ্রামের চুন্নু শেখের বাড়ীর জায়গার মাটি কাটাকে কেন্দ্র করে সকালে প্রতিবেশি রবি শেখের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন আহত হয়। মুর্মূর্ষ অবস্থায় চুন্নু শেখের সর্মথক আলাউদ্দিন শেখের স্ত্রী কুলসুম বেগমকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

এছাড়া গুরুতর আহত মনির শেখ (৪০), রেজাউল শেখ (৪০), মন্নান শেখ (৬০), রুহুল শেখ (৩৫), সোহেল শেখ (৩০), সাহা শেখসহ (৩০) ৮ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।


রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এএস/নভেম্বর ০২, ২০১৪)