সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এম.পি বলেছেন, জাতীয়পার্টি চায় দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি বলছে, সংবিধান বুঝিনা, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন মানি না। অপর দিকে আওয়ামীলীগ বলছে, সংবিধানের অধীনেই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। 

মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী দল। তবে ক্ষমতায় গেলে একই চরিত্র হয় আওয়ামীলীগ বিএনপির। গণতন্ত্রের প্রতিষ্ঠায় ১৯৯০ সালে গণআন্দোলন হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ জনগনের শান্তির কথা চিন্তা করে ক্ষমতা চেরে দিয়েছিলেন। এরপর থেকে বিএরপি ও আওয়ামীলীগ দেশের গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামীলীগ বলছে, সংবিধানের অধীনেই হবে সুষ্ঠু নির্বাচন। অপর দিকে বিএনপি বলছে, সংবিধান বুঝিনা শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে যাবো না। আমরা জাতীয়পার্টি চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে জনগণ হাসি মুখে ভোট দিতে পারবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে চুন্নু বলেন, সারাদেশের ৩০০ আসনেই জাতীয়পার্টির প্রার্থী দেবো। নেত্রকোণা-৩ আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকার প্রার্থীর কথা উল্লেখ করে চুন্নু আরো বলেন, জোটে গেলেও এই আসনের প্রার্থী জসিম না গেলেও জসিম। তিনি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয়পার্টির হাতকে শক্তিশালী করার আহবান জানান।

কেন্দুয়া উপজেলার জাতীয়পার্টির ত্রি-বার্ষিক সম্মোলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা পাবলিক হলে আজ শনিবার বেলা ২টায় অনুষ্ঠিত সম্মোলনে উপজেলার জাতীয়পার্টির সভাপতি আব্দুল আওয়াল মন্ডলের সভাপতিত্তে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুল রহমান খলিল, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, সাবেক এমপি সালাউদ্দিন মুক্তি, গোলাম রব্বানী, নেত্রকোণা জেলার জাতীয়পার্টির সভাপতি এডভোকেট লিয়াখত আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আরজু প্রমুখ।

উপজেলার জাতীয়াপার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় মুজিবুল হক চুন্নু আরো বলেন, আওয়ামীলীগ বিএনপি জনগণের কথা চিন্তা করে না। গ্রামের মানুষ এখনো ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে না। কৃষকের ব্যাংকের ঋণের শোধের টাকা মাফ করতে পারে না সরকার। অথচ নাশা গ্রুপের ২৫২ কোটি টাকা মাফ করে দিয়েছে জনতা ব্যাংক। দেশ থেকে অনেক টাকা বিদেশে পাচার করেছে আওয়ামীলীগ ও বিএনপি, আমি সংসদে টাকা ফিরিয়ে আনতে তদন্ত কমিটি গঠণের দাবী জানিয়েছি। কিন্তু কিছুই হয়নি। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেট ভাঙ্গা যাবে না। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোন মূল্যেই হোক সিন্ডিকেট নিয়ন্ত্রন করবো। তিনি জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে অনাচার অবিচার দূর করার আহবান জানান।

ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল আওয়াল মন্ডল সভাপতি, হাবিবুর রহমান খান সহ সভাপতি এবং আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।

(এসবি/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৩)