বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর মুখপাত্র ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ট্রাষ্ট্রের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মহাজোটের অন্যতম মনোয়ন প্রত্যাশী কাজী মামুনূর রশিদ বলেছেন, জাতীয় পার্টি সবসময়ই একটি নির্বাচনমুখী দল। অতীতে যার প্রমাণ রয়েছে। সুতরাং বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে। আসন্ন সংসদ নির্বাচন যখনই হবে, তখনই অংশ নিতে সদা প্রস্তুত আছে জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, তবে এবার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় দেশবাসি। সেজন্য আগামি নির্বাচনটি যেন সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে অনুরোধ করেন জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতা কাজী মামুন।

এসময় তিনি জোর দিয়ে বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার জন্য গোটা বিশ্ববাসির নজর এখন বাংলাদেশে। তবে নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি কখনও সন্ত্রাস ও নৈরাজের রাজনীতিতে বিশ্বাস করে না।

গত শনিবার নবীনগর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত স্থানীয় কলেজ গেইটে অবস্থিত দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত এক বিশেষ বর্ধিত সভায় শনিবার প্রধান অতিথির বক্তব প্রদানকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মৃধা, উপজেলা যুব সংহতি আহবায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মহসিন রানা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ এই বর্ধিতসভায় জাতীয় পার্টির উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।

সভা শেষে কাজী মামুন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির নকল নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

(জিডি/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৩)