মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মোট জনসংখ্যার বড় একটি অংশ চা শ্রমিক। সে লক্ষ্যে মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার প্রথমে চা শ্রমিক ও চা শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশ ও জেলা পুলিশের আয়োজনে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিয়র সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার)। বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জী,কালিঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, শ্রমিক নেতা সেলিম মিয়া প্রমুখ। এ সময় মত বিনিময় সভায় উপজেলার বিভিন্ন চা বাগানের নারী-পুরুষ সহস্রাধিক চা শ্রমিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার) বলেন, পুলিশের কাজ হচ্ছে জনগণের জান মালের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। তিনি আরো বলেন জনগণকে সাথে নিয়ে সুন্দর সমাজ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে সততা ও নিষ্ঠার সাথে একতাবদ্ধ ভাবে কাজ করা। এছাড়াও তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

(এ/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৩)