বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় ঘোষণার পর মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল ও হরতাল বিরোধী মিছিল করা হয়। রায় ঘোষণার পর দুপরে স্থানীয় কার্যালয়ের সামন থেকে আনন্দ মিছিল ও হরতাল বিরোধী মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী পথসভায় বড়লেখা উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, জেলা যুবলীগ সহ সভাপতি কামরান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হামিদুর রহমান শিপলু, যুগ্ম আহবায়ক দিলীপ দে দিপু, সালেহ আহমদ জুয়েল, কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক হারুনউর রশীদ বাদশা, যুগ্ম আহবায়ক নোমান আহমদ, সদর ইউপি ছাত্রলীগের সাবেক আহবায়ক জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি সঞ্জয় দাস, ময়নুল ইসলাম, নাসির আহমদ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জুনেদ আহমদ, তারিকুল ইসলাম তারেক, পৌর ছাত্রলীগ সম্পাদক রেহান পারভেজ রিপন, কলেজ সম্পাদক আব্দুর রব বাবু প্রমুখ। পথসভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।

(এলএস/এএস/নভেম্বর ০২, ২০১৪)