স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর শহরকে যনজট মুক্ত করতে ও পৌরবাসির চলাচলের ভোগান্তি লাঘব করতে অবৈধ অটো রিকসা বন্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার সকালে যশোর পৌরসভা জেলা প্রশাসক ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় শহরে ব্যাটারি চালিত অটো রিকসার মটর খুলে নিয়ে তা ধ্বংস করা হয়। অবৈধ ইজিবাইক জব্দ করাসহ রাস্তা দখল করে রাখা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়।

গেল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃংখলা কমিটির মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক যশোর শহরকে যানজট মুক্ত করতে অবৈধ মটর চালিত রিকসা, ইজিবাইক, ফুটপাত দখল করে রাখা বাস-ট্রাক, ফুটপাতের ভ্রাম্যমান দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের জনগুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ করে হাসপাতাল মোড়, দড়াটানা, কোট মোড়, মুজিব সড়ক, রাসেল চত্বর, থানার মোড়, মনিহারসহ বেশ কিছু স্থানে অবৈধ রিকসা, ইজিবাইক, বাস, ভ্রাম্যমান দোকান দ্বারা যেন যানজট সৃষ্টি না হয় সে জন্য এই জরুরি সিদ্ধান্ত। তবে অল্প সময়ের নোটিশে নেওয়া এই সিদ্ধান্ত মানতে নারাজ অটো রিকসা চালকরা। পথচারীদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শহরের জিরোপয়েন্ট এলাকার বাসিন্দা কামরুল নামের এক অটোরিকসা চালক বলেন, আমি জানতাম অভিযান হবে। রোগী নিয়ে এসেছিলাম। রোগী নামিয়ে দিয়ে আমার রিকসার মটর খুলে নেওয়া হয়েছে।

খড়কি এলাকার অটোরিকসা চালক মিজানুর রহমান বলেন, গতকাল মাইকিং করেছে শুনেছি। কিন্তু হঠাৎ করেই এমন অভিযান হবে বুঝতে পারিনি। আমার অটোরিকসার মটর খুলে ভেঙে ফেলেছে। এখন আমি কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।

নামপ্রকাশ অনিচ্ছুক এক অটোরিকসা চালক বলেন, যত আইন প্রয়োগ সব গরীবের উপর। যারা ফুটপাত দখল করে বড় বড় ভবন করেছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই। রিকসা চালকরা এখন কি করে খাবে? মটর কিনতে তো অনেক দাম।

পথচারী শামছুর রহমান বলেন, শুধু অবৈধ অটোরিকসার বিরুদ্ধে ব্যবস্থা নিলে যানজটমুক্ত হবে না। ফুটপাতের অবৈধ দখলদারদেরকও উচ্ছেদ করতে হবে। যত্রতত্র পাকিং বন্ধ করতে হব। তা না করতে পারলে এমন অভিযানে কোন সুফল আসবে না।

এ বিষয় যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন বলেন, রবিবার জেলা আইনশৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক যশোর পৌরসভায় যানজট নিরসনের লক্ষ্যে আজ (সােমবার) অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও পৌরসভার সমম্বয়ে অবৈধ অটোরিকসা, ইজিবাইক বন্ধ অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। আগামিতে যাতে পৌরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে।

যশোর ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান বলেন, যশোর শহরের অবৈধ ইজিবাইক, অটোরিকসা বেড়ে গেছে। এর মধ্যে মটরচালিত অটোরিকসা বেশি বেপরোয়া। চালকদের হাতে অটোরিকসার নিয়ন্ত্রণ থাকে না। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। জেলা আইনশৃংখলা কমিটির সিদ্ধান্তে এইসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। শহরকে যানজট মুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

(এসএ/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৩)