তথ্যপ্রযুক্তি ডেস্ক : ১২ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে আইফোন ১৫ সিরিজ। আইফোনের সঙ্গে আসছে নতুন দুটি অ্যাপল ওয়াচ। বেশ কিছু পরিবর্তন থাকছে স্মার্টওয়াচ দুটিতে। অ্যাপলের নতুন পণ্য আসার খবর গ্যাজেটপ্রেমীদের মধ্যে আলাদা এক উন্মাদনা সৃষ্টি করে। নতুন আইফোন, ওয়াচের জন্য অবশ্য অ্যাপল প্রেমীদের অপেক্ষা করতে হয় বছরখানিক।

অবশেষে এ বছর অর্থাৎ ১২ সেপ্টেম্বর আসছে আইফোন ১৫, সেই সঙ্গে দুটি অ্যাপল ওয়াচ। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ এবং অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এই দুই স্মার্টওয়াচে কোম্পানির নতুন ইউ২ চিপ দেওয়া হচ্ছে। তার ফলে অ্যাপলের আলট্রা ওয়াইডব্যান্ডটি একটি আপগ্রেডেড ভার্সন পেতে চলেছে।

এছাড়াও ঘড়ির ‘ফাইন্ড মাই’ ফিচারটিও আগের থেকে অনেকটা বদলানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই আলট্রাওয়াইড-ব্যান্ড চিপটি আইফোন ১৫-তেও থাকতে পারে। এর আগের একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছিল, আসন্ন অ্যাপল ঘড়িগুলো এস৯ চিপ দ্বারা চালিত হতে পারে এবং তার পারফরম্যান্সেরও গতি বাড়তে পারে। আগের এস৮ চিপের তুলনায় নতুন এস৯ চিপসেটটি ২০ শতাংশ বেশি দ্রুত এবং শক্তিসম্পন্নও বটে। নতুন চিপটি ডুয়াল-ব্যান্ড জিপিএস সাপোর্ট এবং ৫জি নেটওয়ার্কের সাপোর্টও দিতে চলেছে।

সেই সঙ্গে অ্যাপলের নতুন ঘড়িগুলোতে বিভিন্ন সেন্সর এবং ইন্টারনাল কম্পোনেন্ট আপগ্রেডও দেওয়া হচ্ছে। ফলে আগের তুলনায় আরও নিখুঁত একটি হার্ট রেট সেন্সর পাওয়া যাবে। এছাড়াও ভিজুয়ালি বড়সড় আপগ্রেড পেতে চলেছে ঘড়িগুলো। সেই ঘড়িতেই আবার একটি ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট বেসড স্ট্র্যাপ সিস্টেম দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সূত্র: ফোর্বস

(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৩)