মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : প্রতিবছরের ন্যায় নানা আয়োজনে টাঙ্গাইলের বাসুলিয়ার চাপড়া বিলে অনুষ্ঠিত হয়ে গেলো নৌকাবাইচ প্রতিযোগিতা।মাঝিমাল্লাদের বৈঠার ছন্দ আর নাচ-গানে মাতোয়ারা  চাপড়া বিল। টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলার অর্ধশতাধিক বাহারি রঙে সাজানো নৌকাবাইচ দেখতে ভিড় জমান হাজারো মানুষ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এমন আয়োজনের খবরে সকাল থেকেই নানা বয়সী হাজার হাজার মানুষ বিলের দুই পাশে নৌকা ভাড়া করে ও সড়কের পাশে দাঁড়িয়ে দর্শনার্থীরা নৌকাবাইচ উপভোগ করেন। প্রতিবছরই এমন আয়োজনের দাবি জানান দর্শক ও বিনোদনপ্রেমী মানুষরা।

প্রতিযোগিতায় মা-বাবার দোয়া নামের নৌকা চ্যাম্পিয়ন ও চাচা-ভাতিজা নামের নৌকা রানারআপ হয়। পরে চ্যাম্পিয়ন নৌকার মালিককে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল এবং রানারআপ নৌকার মালিককে ফ্রিজ দিয়ে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আখতার হোসেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন আনোয়ার খান মডেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক এমএ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব আমীন শরিফ সুপন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক প্রমুখ।

(এসএএম/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৩)