স্পোর্টস ডেস্ক, ঢাকা : রিয়াল মাদ্রিদ এক যুগ পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে। চেলসি-অ্যাতলেতিকো মাদ্রিদ তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে আজ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি। প্রথম লেগে গোলশুন্য ড্র হয়েছিল দুদলের ম্যাচ। আজ যেই জিতুক তারাই পেয়ে যাবে ফাইনালে রিয়ালের বিপক্ষে খেলার ছাড়পত্র।

মরিনহো গত সপ্তাহে আক্রমণের আগে রক্ষণের মন্ত্র শিষ্যদের কানে পুরে দিয়েছিলেন। এর প্রতিফলনে গোলশূন্য ড্র করে ফিরতে পেরেছে চেলসি। আজ অ্যাতলেতিকোর বিপক্ষে ঘরের মাঠের দ্বিতীয় লেগের আগে তাই ফাইনালে ওঠার পাল্লা কিছুটা হলেও ঝুঁকে ‘ব্লু’দের দিকে।

চেলসির সামনে তিন বছরের মধ্যে দ্বিতীয় ফাইনালের হাতছানি। অ্যাতলেতিকো মাদ্রিদের রোমাঞ্চটা এর চেয়ে ঢের বেশি। ৪০ বছর আগে যে সর্বশেষ ইউরোপ শ্রেষ্ঠত্বের দ্বৈরথে মাঠে নেমেছিল তারা! ডিয়েগো সিমিওনির দলের সামনে সুযোগ সেই কীর্তির পুনরাবৃত্তির। ওদিকে ১৮ বছর পর স্প্যানিশ লা লিগার শিরোপা এখন প্রায় তাদের হাতের মুঠোয়। কল্পনা ছাড়িয়ে যাওয়া একটা মৌসুমই কাটাচ্ছে অ্যাতলেতিকা। শেষটা কি আর তারা রাঙিয়ে দিতে চাইবে না!

প্রতিপক্ষের মাঠ থেকে হার এড়িয়ে ফেরাটা যদি চেলসির সুবিধা হয়, তাহলে অ্যাতলেতিকোকে এগিয়ে রাখার উপাদানও আছে। ঘরের মাঠে যে গোল খায়নি তারা! আজ স্টামফোর্ড ব্রিজে সিমিওনির শিষ্যরা গোল দিলেই ফাইনালের পথে পেরোবে বড় এক ধাপ। কারণ তখন কেবল ড্র করলেই হবে স্প্যানিশ ক্লাবটির। উল্টো দিকে জয় ছাড়া বিকল্প থাকবে না চেলসির। নিজেদের মাঠে খেলা বলে আগের দুই ম্যাচের মতো রক্ষণের খোলসেও নিশ্চয়ই ঢুকে থাকবে না তারা। সব মিলিয়ে আজ তাই জমজমাট দ্বৈরথের প্রত্যাশা করাই যায়। অন্তত প্রথম লেগের মতো ম্যাড়মেড়ে ফুটবলের প্রদর্শনী যে হবে না, এর পক্ষে বাজি ধরা যায় নির্দ্বিধায়।

(ওএস/পি/এপ্রিল ৩০,২০১৪)