আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরো ৪৫৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার বানারীপায়া উপজেলার পিয়ারা বেগম (৭০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মমতাজ বেগম (৬০) ও ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তারিকুল ইসলাম (৬৫)।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের একজন শেবাচিম হাসপাতালে, একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৩)