স্টাফ রিপোর্টার : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ভর্তির জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

পরীক্ষার্থীকে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্রের সঙ্গে ১০০০ টাকা সাউথ-ইস্ট ব্যাংক বসুন্ধরা শাখায় জমা দিতে হবে।

ভর্তি ফরম জমা দেওয়ার সময় এইচএসসি/সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপির সঙ্গে ফটোকপি, ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিভাবকের ছবি ও এসএসসি/ সমমানের মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র।

(ওস/এইচআর/নভেম্বর ০৩, ২০১৪)