নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের আসনউড়া বাজারে সোমবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসনউড়া বাজারে স্থানীয় কিছুলোক গত তিনদিন ধরে যাত্রাগানের আয়োজন করে। ভোরে যাত্রা প্যান্ডেলে বিদ্যুতের তারে জড়িয়ে অজ্ঞাত এক যুবক মারা যায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করেছে।

নেত্রকোনা মডেল থানার ওসি এসএম মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ওস/এইচআর/নভেম্বর ০৩, ২০১৪)