মৌলভীবাজারে তরুণ বিএনপি নেতার মৃত্যু, জানাযায় শোকার্ত মানুষের ঢল
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : একসময়ের ছাত্রদল নেতা ও বর্তমান মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার তিনদিনের মাথায় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার দিকে রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। একসাপ্তাহ আগেও জেলার রাজপথের কর্মসূচিতে সরব উপস্থিতি ঢগবগে তরুণ এ নেতার আকষ্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর রাজনৈতিক সহকর্মীরা।
মঙ্গবার (১৯ সে্েপ্টম্বর) দুপুর ২টায় বিএনপির এই নেতার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় শহরতলীর মাইজপাড়া গ্রামে। জানাযায় বিএনপির নেতাকর্মী, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো শোকার্ত মানুষ অংশ নেন।
জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা ও পরিবারের সদস্যরা। বক্তব্য দিতে গিয়ে সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বার কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় অন্য নেতাদেরও চোখের পানি মুছতে দেখা যায়।
এদিকে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম এর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এবং সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন নিজাম। সেখান থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকার বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে। সোমবার বিকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।
(একে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)