বিনোদন ডেস্ক : ৩ নভেম্বর সোমবার চলচ্চিত্রাঙ্গনের প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। এবারের জন্মদিনটি লাইভ শো এবং শুটিং স্পটেই পার করবেন তিনি। সোমবার দুপুর ১২.৩০ মিনিটে তিনি চ্যানেল আইতে ‘সিটিসেল তারকা কথন’-এ উপস্থিত থাকবেন। অনন্যা রুমার প্রযোজনায় ও মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় চিত্রনায়িকা মৌসুমী জন্মদিন নিয়ে নানান স্মৃতিকথা তুলে ধরার পাশাপাশি সরাসরি দর্শকের সঙ্গেও কথা বলবেন।

নিজের জন্মদিন প্রসঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘আব্বু (নাজমুজ্জামান মনি) যখন বেঁচে ছিলেন তখন প্রতিটি জন্মদিনই আমার অনেক চমত্কারভাবে কাটত। আব্বু আমাকে নানানভাবে সারপ্রাইজড করতেন, আমি মুগ্ধ না হয়ে পারতাম না। আব্বু নেই, তাই এখন জন্মদিন নিয়ে আমার তেমন কোনো পরিকল্পনা থাকে না। তবে আম্মু মন খারাপ করেন বিধায় আমার স্বামী, আমার দুই সন্তান ফারদিন-ফাইজা জন্মদিনে আমাকে সারপ্রাইজ দেয়ার চেষ্টা করে। বিশেষ এই দিনটিতে আমার দুই বোন স্নিগ্ধা ও ইরিনকেও খুব মিস করি। মিস করি স্কুলজীবনের বান্ধবীদেরও।’ সোমবার লাইভ শোতে অংশ নেয়ার পর বিকালের শিফট থেকে মৌসুমী ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রের শুটিং করবেন। এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন প্রয়াত বেলাল আহমেদ। তবে বর্তমানে চলচ্চিত্রটির শুটিং করছেন প্রখ্যাত সিনেমাটোগ্রাফার জেড এইচ মিন্টু ও চিত্রনায়িকা মৌসুমী। চিত্রনায়িকা মৌসুমী এখন পর্যন্ত দু’শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। আগামী ১৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী ও ফেরদৌস অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রটি। এছাড়া এই মুহূর্তে মৌসুমী নির্মাণ করছেন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘শূন্য হূদয়’ চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রেও তার বিপরীতে আছেন ফেরদৌস।

(ওস/এইচআর/নভেম্বর ০৩, ২০১৪)