রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে শিক্ষা পদক পেয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এর আগে তিনি শুদ্ধাচার পুরষ্কারও পেয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে তিনি এ পদক পান। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা পর্যায়ের বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

চিঠিসূত্রে জানা যায়, জেলায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানকে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করে আমাকে জেলা প্রাথমিক শিক্ষা পদকে (২০২৩) ভূষিত করায় বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিবসহ সদর উপজেলাবাসীর কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আরো ভালো কাজ করার জন্য আমি সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৩)