আবু নাসের হুসাইন, সালথা : ফরিপুরের মধুখালী উপজেলায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাজ্জাদ শেখ (৪২) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব-১০)। এসময় সাজ্জাদের কাছে থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ১২'শ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফরিদপুর র‌্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার মধুখালী উপজেলার মাঝিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সাজ্জাদ শেখ মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের আবু বক্কর শেখের ছেলে।

ফরিদপুর র‌্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, সাজ্জাদ শেখ আদালতে রায় ঘোষণার পর থেকে ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(এএন/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৩)