চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সভা শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও একুশে টেলিভিশনের পাবনার স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমির সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য দৈনিক ইত্তেফাকের চাটমোহর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, দৈনিক করতোয়া প্রতিনিধি আব্দুল মান্নান পলাশ, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক, চ্যানেল ২৪ এর পাবনার স্টাফ রিপোর্টার শাহীন রহমান, ভোরের কাগজের প্রতিনিধি বকুল রহমান, আজকের পত্রিকা প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রঞ্জু, কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, আজকালের খবর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ভোরের দর্পন প্রতিনিধি এম এ জিন্নাহ, আমাদের সময় প্রতিনিধি ইকতেখার টুটুল, আজকের দর্পন প্রতিনিধি জাকির সেলিম, সংবাদ প্রতিনিধি মাসুদ রানা, নয়া দিগন্ত প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আফতাব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম মধু, সোহেল খান, মাকসুদুল হক মাসুদ।
সভায় প্রেসক্লাবের ভবন নির্মাণ, কার্যনির্বাহী কমিটির নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চাটমোহর প্রেসক্লাব এবং সদস্যদের বিরুদ্ধে সাংবাদিক নামধারী দু’একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় তীব্র নিন্দা জানানো হয়।
(এস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)