আম্বিয়া বেগম অন্তরা, নিউইয়র্ক থেকে : যেন ধ্রুবতারার দ্যুতি নিয়ে এগিয়ে যাচ্ছে মেয়েটি। নাম তার তাসনিম আহমেদ ডল। মা হেলেন আহমেদ। বাবা রাজা তসলিম আহমেদ। বাবা মায়ের একমাত্র সন্তান ডল। আমেরিকাতে জন্ম ওর। বেড়ে উঠছে আমেরিকাতেই।

আমেরিকান কালচারকে ডল যেমন সম্মান করে, ঠিক তেমনি বাবা মায়ের আদর্শে বাঙালি সংস্কৃতিকেও ধারণ করে বহুমুখি প্রতিভা নিয়ে এগিয়ে যাচ্ছে সে। নিউইয়র্কের স্টাইভ্যাসান্ট হাই স্কুলে ভর্তি পরীক্ষায় শতকরা মাত্র ৩ ভাগ স্টুডেন্ট ভর্তির সুযোগ পায়। তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাসনিম আহমেদ ডল কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ম্যানহাটনের বিখ্যাত স্টাইভ্যাসান্ট হাই স্কুলে ভর্তির বিরল যোগ্যতা অর্জন করে। বর্তমানে ডল ওই স্কুলের নবম গ্রেডের ছাত্রী।

পাশাপাশি সে বাংলা শিক্ষাও চর্চা করছে। নিউইয়র্কের সর্বকনিষ্ঠ শিল্পী হিসেবে 'পুতুলের বিয়ে' নামে তার একটি পাঁচ মিশালী গানের সিডি প্রকাশ পেয়েছে। বেশ সাড়াও ফেলেছে 'পুতুলের বিয়ে। চ্যানেল আই ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় ডল একবার ইয়েস কার্ডও পেয়েছিল। মহান ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা অনুষ্ঠানে নৃত্য, গান, ছবি আঁকা, গীটার বাজানো- সবকিছুতেই প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে এই কিশোরী ডল। ডল জ্যাকসন হাইটসের সুর ছন্দ সদা রং সঙ্গীত স্কুলেরও ছাত্রী।

২০১৫ সালে সুইট সিক্সটিনে পা রাখবে সে। এরই মধ্যে তাসনিম ডল নিউইয়র্কে বাঙালিদের গর্ব হয়ে উঠেছে। ডল এখন নিজের প্রতিভা সারা বিশ্বের সামনে তুলে ধরতে চায়। পেশায় চিকিৎসক হবার স্বপ্নে বিভোর তাসনিম আহমেদ ডল মুক্তিযুদ্ধের চেতনায় শানিত অনলাইন পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজের মাধ্যমে সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছে।