বিনোদন ডেস্ক : হাল্কা গোলাপি পাঞ্জাবি৷ নীল সোয়েটার৷ খাকি প্যান্ট৷ মাথায় টুপি৷ রবিবার দুপুরে এমনই পোশাকে কলকাতার অফিসপাড়া ডালহৌসির 'নো সাইক্লিং' রোড হেলতে দুলতে সাইকেলে প্যাডেল করছেন এক বয়স্ক ভদ্রলোক৷ 'কী সাইড দিয়ে যেতে কষ্ট হচ্ছে নাকি! রাজার মতো রাস্তার মাঝখানে দিয়ে চলেছেন,' -- জানলা দিয়ে মুখ বাড়িয়ে চিৎকার করে উঠলেন এক ট্যাক্সিচালক৷

এরপরেও নির্বিকার ভঙ্গিতে লম্বা লোকটার সাইকেল চালানোর ধরন আগের মতোই, 'সাইড' দেওয়ার কোনও ইচ্ছে নেই তাঁর৷ পিছনের গাড়িগুলিও নাছোড়বান্দা৷ হর্নের প্যাঁ-পোঁ শব্দে কান ঝালপালা হওয়ার জোগাড়৷ আর ধৈর্য ধরতে পারলেন না বিরক্ত ট্যাক্সিচালক৷ তেড়েফুঁড়ে সাইকেল চালকের পাশে এসে চিৎকার করে কিছু একটা বলতে গিয়েই জিভ কাটলেন, 'আরে একি! গুরু যে!'

পথেজুড়ে সাইকেল চালানোর ভদ্রলোকের নাম অমিতাভ বচ্চন৷ ভরদুপুরে শহরের রাস্তায় এমন দৃশ্য দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে সজোরে ব্রেক কষলেন ট্যাক্সিচালক৷

অমিতাভের সামনে শুধু একটি এসইউভি গাড়ি৷ সেখান থেকেই ক্যামেরাবন্দী হচ্ছেন তিনি।

রবিবার দুপুরে সুজিত সরকারের নতুন সিনেমা 'পিকু'র শ্যুটিং করতে কলকাতায় আসেন অমিতাভ বচ্চন।

রবিবার রাতেই শহরের রাস্তায় নিরাপত্তারক্ষী ছাড়া সাইকেল চালানোর অভিজ্ঞতা নিয়ে টুইট করেছেন 'বিগ বি'৷ লিখেছেন, 'কলকাতার রাস্তায় সাইকেল চালাচ্ছি৷ ভিড় এবং ক্যামেরা অনুসরণ করছে৷ খুব টেনশন হচ্ছিল৷ এক সময় চাকরির জন্য তো এ রকমই করেছি৷'

(ওএস/এটিআর/নভেম্বর ০৩, ২০১৪)