লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে ডাকাতির ঘটনার চারদিন পর ডাকাত দলের দু'জন ডাকাতকে গ্রেফতার করছে লোহাগড়া থানা পুলিশ। বাকী ডাকাতদের আটকের জন্য পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে।

লোহাগড়া থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাত অনুমানিক ১ টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের উত্তরপাড়া সমর মজুমদারের দ্বিতল বিল্ডিংয়ের বসতবাড়িতে অজ্ঞাতনামা ৩/৪ জন ডাকাত নিচতলার দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে সমর মজুমদারের ভাতিজা পলাশ ও পলাশের মা শোভা রাণীকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও ০৩টি মোবাইল ফোনসহ মোট ৪ লাখ ১৬ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর সমর মজুমদার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই শেখ মো: মোরছালিন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের বেড়ীবাঁধ সুইচগেট এলাকা থেকে ডাকাত দলের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ডাকাত মকবুল হোসেন(৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চৈতন্যখালী গ্রামের মৃত রহমান আলীর ছেলে এবং মোঃ ইব্রাহিম(৩৮) ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মেছেরডাংগী গ্রামের মৃত রজব আলী মুন্সির ছেলে। অভিযানের সময় ডাকাতদের কাছ থেকে একটি তালা কাঁটার লোহার রেঞ্জ এবং লোহার রড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় ৪ টি ডাকাতি,২ টি দস্যুতা ও একটি চুরি মামলা রয়েছে।

সোমবার ওই দু'ডাকাতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনায় বাকী জড়িত ডাকাতদের আটকের জন্য পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৩)