স্টাফ রিপোর্টার, ঢাকা : বুধবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে বাণিজ্য সহায়তা পরামর্শক কমিটির এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বলেন, এই সরকার ব্যবসা বান্ধব সরকার। এর প্রমাণ এ দেশের মানুষ এরই মধ্যে পেয়েছে। কেননা নির্বাচনে আগে দেশে বিএনপি-জামায়াত যে সহিংসতা করেছে তাতেও দেশের বার্ষিক প্রবৃদ্ধি কমেনি।

তিনি আরও বলেন, বেশ কয়েকটি দেশ আমাদের দেশে বিনিয়োগ করতে রাজি হয়েছে। ফলে দেশে বিদেশি বিনিয়োগ সহসাই বাড়ছে। জাপান, কোরিয়াসহ আরো দু’একটি দেশ ইতোমধ্যেই বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সরকারকে প্রস্তাব দিয়েছে। আমরা তাদের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে ভেবে দেখছি।

(ওএস/অ/এপ্রিল ৩০, ২০১৪)