বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মো. মাসুম মিয়া (২৪) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে এ কারাদণ্ড দেয়া হয়।

জানা গেছে, উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে প্রায়ই ইভটিজিং করতো বীরগাঁও ইউনিয়নের গৌরনগর গ্রামের রফিকুল ইসলামের পুত্র মো. মাসুম মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে বখাটে মাসুম ওই ছাত্রীকে আবারও উত্যক্ত (ইভটিজিং) করার সময় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মাসুমকে আটক করে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান ঘটনাস্থলে ছুটে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে বখাটে মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মাসুম বিবাহিত বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে মাসুমের মোবাইল ফোনে স্কুলের ছাত্রীদের বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে। তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে। অপরাধ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

(জিডি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৩)