মাদক বহনকারী মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ কর্মকর্তা আহত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের সদর উপজেলার চণ্ডিপুর তালবাগান নামকস্থানে মাদক বহনকারী গাড়ির ধাক্কায় বেতাই ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মনির হাজরা আহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে মাদক বহনকারী মোটরসাইকেলটি পুলিশ আটক করতে পারলেও চালককে আটক করতে পারেননি।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, তালবাগান এলাকায় মাদক নিয়ন্ত্রণে বেতাই ক্যাম্পের নিয়মিত চেকপোস্ট বসানো হয়। প্রতিদিনের মত আজ সন্ধ্যায় চেকপোস্ট বসানো হয়।
সন্ধ্যার পর মাদক বহনকারী একটি মোটরসাইকেল পুলিশের চেকপোস্ট দেখে দ্রুত গতিতে পার হওয়ার সময় ঘটনাস্থলে কর্তব্যরত বেতাই ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মনিরকে চাপা দেয়। এ ঘটনায় মনির গুরুতর আহত হন।
তিনি আরও জানান, কারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে সনাক্ত করা যায়নি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলার প্রস্তুতি চলছে।
(একে/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৩)