নালিতাবাড়ী ও নকলা উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত
শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে ওই দুই উপজেলায় আগামী দুইমাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার নির্দেশনা দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ৩ নভেম্বর সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৮ বছর পূর্বে নকলা ও ১২ বছর পূর্বে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে নকলা উপজেলার সভাপতি মৃত্যুবরণ করায় এবং নালিতাবাড়ী উপজেলার সভাপতিকে অব্যাহতি দেওয়ায় ওই দুই কমিটির সভাপতির পদ শূণ্য রয়েছে। গঠনতন্ত্রের বাধ্যবাধকতা এবং কেন্দ্রিয় কমিটির নির্দেশে দলকে সুসংগঠিত করতেই কমিটি দুটি বিলুপ্ত করা হয়েছে।
একইসাথে জিয়াউল হক মাষ্টারকে চেয়ারম্যান এবং আব্দু সবুর, ওসমান আলী ও বিপ্লব কুমার বর্মণকে কো-চেয়ারম্যান করে ৪৪ সদস্য বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে চেয়ারম্যান এবং ডা. আব্দুর রফিক, মো. শফিকুল ইসলাম জিন্নাহ ও মো. ফেরদৌস রহমান জুয়েলকে কো-চেয়ারম্যান করে ৫৬ সদস্য বিশিষ্ট নকলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি গঠন করা হয়েছে।
(এইচবি/এএস/নভেম্বর ০৩, ২০১৪)